রাজবাড়ীর গোয়ালন্দে বেতন বৈষম্য দূর করার জন্য প্রধান শিক্ষকদের একধাপ নিচে ১১তম গ্রেডে বেতনের দাবি তুলেছে প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিও পালন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার বিকাল পৌনে ৫টা হতে পৌনে ৬টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্সের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বক্তব্যে বলেন, ১৯৭৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন দেওয়া হতো। কিন্তু ২০০৭ সাল থেকে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১৪ তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। তারা অনতিবিলম্বে এই বৈষম্য দূর করে সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতন দেয়ার জোর দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি এসএম শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, সহ-সভাপতি নাসির মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শামসুননাহার লাকী প্রমূখ।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]