গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ঢাকা শাখা রাজধানীর সুত্রাপুরে বিক্ষোভ  সমাবেশ, গণসংযোগ ও লিফলেট বিরতণ করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সূত্রাপুরের বাহাদুরশাহ পার্ক এর সামনে বিক্ষোভ সমাবেশ শেষেশ বাংলাবাজার, লালকুটির ও সদরঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিরতণ করা হয়।

বাম জোটের ঢাকা মহানগর শাখার সমন্বয়ক ও বাসদ নেতা খালেকুজ্জামান লিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত  সমাবেশ বক্তব্য রাখেন আবু তাহের বকুল, আলিফ দেওয়ান, এ্যাডভোকেট বিমল চন্দ্র সাহা, উত্তর কুমার ও জুলফিকার আলী।

সমাবেশে বক্তারা বলেন, অধিকাংশ স্থানে দিনের বেলা চুলায় গ্যাস থাকে না, মিটারবিহীন চুলায় গ্রাহকরা কম গ্যাস ব্যবহার করে বেশি দাম দিচ্ছে। আর সারাদেশে সাধারণ মানুষ বেশি দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছে। নেতৃবৃন্দ গ্যাসের দাম বাড়ানোর গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।