মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)।
রবিবার বিকেল পাচটায় উপজেলার ভবেরচর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ এম এ সামাদ। এছাড়াও বক্তব্য রাখেন, গজারিয়া থানা কমিটির সভাপতি কমরেড বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড আলী আহসান ও থানা কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশ নেতৃবৃন্দ বলেন, সরকারের গ্যাস বৃদ্ধির পায়তারা বন্ধ না করলে দেশব্যাপী জনগনকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে জনগণে মতের প্রতি শ্রদ্ধ্য দেখিয়ে গ্যাসের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]