গ্যাসের মূল্য বৃদ্ধি করলে জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) সাভার থানা কমিটি।
বুধবার সকাল ১১ টায় সাভারের নবীনগর বাসষ্ট্যাণ্ড সি এন জি পাম্পের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাভার থানা কমিটির সভাপতি কমরেড ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবি (এম)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড এম.এ সামাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাহিদুর রহমান সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কাজল আহম্মেদ সাংগঠনিক সম্পাদক কমরেড আবু সাঈদ, কমরেড সবুজ কমরেড হাসানসহ প্রমুখ।
সমাবেশে কমরেড এম.এ সামাদ বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় তাই জনগণের কাছে কোন জবাবদিহীও করতে হয় না। কাজেই জনগণ মরলো না বাঁচলো সেটার চিন্তা সরকার করে না। গ্যাস হলো সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান। সেক্ষেত্রে কেন গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে ? গ্যাসের মূল্য দ্বিগুণ করে জনগণকে সরকার পথে বসাতে চাচ্ছে। আর অন্যদিকে লুটপাট, দুঃশাসন, জুলুম, নির্যাতন চালাচ্ছে। সরকার দলীয় ও সরকারি আমলাদের লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্যই এই মূল্যবৃদ্ধির পায়তারা।
তিনি অবিলম্বে সরকারকে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আহ্বান জানান।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]