Shadow

চট্টগ্রামে করোনায় প্রাণ গেল তিন জনের

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট;  চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় আক্রান্ত দুইজন নিবিড় পর্যবেক্ষেণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

আজ মঙ্গলবার (১৯ মে ২০২০) সকালে ওই তিনজনের মৃত্যু হয় বলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা জানিয়েছেন।

তিনি জানান, সদরঘাট থানার উত্তর নালা পাড়ার বাসিন্দা মো. ইদ্রিস আলী (৮৭) সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউতে মারা যান। ওমর ফারুক (৫৭) মারা যান সাড়ে ১০টার দিকে। তিনিও আইসিইউতে ছিলেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল কাদের (৫৮) নামে একজন। তার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত মোট ৮৪৫ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৫৮৫ এবং উপজেলায় ২৬০ জন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৭৭ জন। আইসোলেশনে রয়েছেন ১৫৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৯ মে ২০২০)  তথ্য অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৪৪৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৯৩ হাজার ৬৪৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭০ জনে। সুস্থ হয়েছেন ৪০৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৯৯৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, এদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজন। তাদের বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ দুইজন, ৩১-৪০ বছরের মধ্যে দুইজন, ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ বছরের মধ্যে চারজন এবং ৭১-৮০ বছরের মধ্যে দুইজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩২৬ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৯৩ জনকে।
আমাদের বাণী ডট কম/১৯ মে ২০২০/ডিএ 
  করোনায় আক্রান্ত গোয়ালন্দের এসিল্যান্ড, জেলায় নতুন করে ৪ জন শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •