Shadow

চাকরির বয়স ৩৫ করার দাবিতে মহাসমাবেশের ডাক

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মহাসমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৩১ আগস্ট একই স্থানে অবস্থান কর্মসূচি এবং সমাবেশ করবেন তারা।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতির রুমে সংবাদ সম্মেলনে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন।

লিখিত বক্তব্যে ইমতিয়াজ হোসেন বলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটি ঢাকা বিভাগীয় কমিটির ৩৫ প্রত্যাশীদের সাথে নিয়ে আগামী ৩১ আগস্ট সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হবে। একই স্থানে ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় সারাদেশের ৩৫ প্রত্যাশীদের সাথে নিয়ে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া অপর সাতটি বিভাগীয় কমিটিগুলোকে তাদের নিজ নিজ শহরে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করার জন্য ইতোমধ্যেই কেন্দ্রীয় কমিটি নির্দেশ দিয়েছে।

বিভাগ ও বিভাগীয় শহরে যে স্থানে মান্ববন্ধন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- ১. খুলনা শিববাড়ী মোড়, খুলনা ২. বরিশাল টাউন হল সংলগ্ন, বারিশাল ৩. চট্টগ্রাম বিইসি মোড় (সাবেক লালদিঘি মোড়), চট্টগ্রাম ৪. রাজশাহী সাহেব বাজার মোড়, রাজশাহী ৫. সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট ৬. রংপুর টাউন হল/প্রেসক্লাব, রংপুর ৭. ময়মনসিংহ শহরের শাপরা চত্বর, ময়মনসিংহ। পরবর্তীতে মানববন্ধনের তারিখগুলো জানিয়ে দেওয়া হবে।

এর আগে ইমতিয়াজ হোসেন বলেছিলেন ‘আগষ্টে আমাদের নতুন কর্মসূচি আসবে। আন্দোলনের মাধ্যমেই আমরা দাবি আদায় করে ছাড়বো। জেলা কমিটির সদস্যদের নিয়ে শীঘ্রই আমরা ঢাকায় কর্মসূচি দেবো। নতুন সদস্যদের নিয়ে আমরা নতুনভাবে আন্দোলনে নামব।

  দেশে শিক্ষিত যুবকদের ৩৩% বেকার: সরকারি জরিপ

আন্দোলনকারীরা জানিয়েছেন, জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তাদের দাবির বিষয়ে তিনবার আলোচনা হয়েছে। এছাড়া বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারেও এ দাবি মেনে নেওয়ার আশ্বাস ছিল। তারপরও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হয়নি। এ কারণে তারা আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবেন বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইমতিয়াজ হোসেন, হারুন-অর-রশিদ, এম.এ আলী, আনিসুল হক মুন্সী, বিজিত শিকদার, ইউসুফ জামিল, নাসির আহমেদ, কামরুজ্জামান, ‍রিন্টু, মামুনুর রশিদ, মুকুল হোসেন, নকিব হোসেন চৌধুরী, অধরা নিহারীকা, মোল্লা মোহাম্মদ হাসান, ইমরান চৌধুরী, নাসরিন সুমি, শারমীন সুলতানা, ফুয়াদ আলম, কামাল হোসেন, নাহিদা, ফরহাদ কবীর, জসিম উদ্দিন, বশির আহমেদ প্রমুখ।

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *