ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নে গড়িয়ালী গ্রামের প্রতারক চক্রের মুল হতা মতিয়র রহমান ২যুবককে চাকুরী নিয়ে দেওয়ার প্রতিশতি দিয়ে ২০ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করার ঘটনায় ফনি ভুষন পাল বাদী হয়ে তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা গেছে,বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের মরহুম ভেলসু মোহাম্মদের ছেলে মতিয়র রহমান (৩৬) দীর্ঘদিন ধরে এলাকার বেকার যুবকদের বিভিন্ন দপ্তরের চাকুরী নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসার এক পর্যায়ে পাশ্ববর্তী হরিপুর উপজেলার জামুন কুমারপাড়া গ্রামের সতেন পালের পুত্র উত্তম পাল ও বালিয়াডাঙ্গী উপজেলার হরিপুর গ্রামের রবিন পালের পুত্র প্রশান্ত পালকে চাকুরী নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৫ লক্ষ টাকা চুক্তিবদ্ধ হয়।
সেই চুক্তি মোতাবেক তাদের নিকট আত্মীয় বেউরঝাড়ী কুমারপাড়া গ্রামের দিনেশ চন্দ্র পালের পুত্র ফনি ভূষন পালের মাধ্যেমে উপস্থিত লোকজনের সামনে ক্রমান্বয়ে ২০ লক্ষ ১০ হাজার টাকা প্রতারক মতিয়র রহমান হাতিয়ে নিয়ে চাকুরী দেওয়ার সময় ক্ষেপন করে আসতে থাকলে এরই মাঝে গত ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টায় ফনি ভুষন পাল প্রতারক মতিয়রের বাড়িতে উক্ত টাকা ফেরৎ চাইতে গেলে এসময় মতিয়রের পূর্বের সংগ্রহকৃত ৩০০ টাকা মূলের ৩ পাতা নন-জুডিসিয়াল সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর করতে বললে এতে ফনি ভুষন পাল তার কথায় রাজি না হলে সে তাকে অস্ত্রের মুখে জিম্ম করে জোর পূর্বেক স্বাক্ষর নেয়।
এ ঘটনায় ফনি ভুষন বাদী হয়ে প্রতারক চক্র মতিয়র রহমানকে আসামী করে গত ৭ এপ্রিল বালিয়াডাঙ্গী থানায় ৪০৬,৪২০ ও ৩৮৬ প্যানাল কোড ১৮৬০ অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গ করাসহ আঘাতের ভয় দেখিয়ে বল পূর্বক স্বাক্ষর গ্রহনের অপরাধে মামলা দায়ের করেছে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাব্বেরুল হক জানান, আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]