ছেলে ও ছেলের বউয়ের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বগুড়া সদরের কৈপাড়া হিন্দুপল্লির ৯৪ বছর বয়সী রামেশ্বর চন্দ্র রায় ও তার স্ত্রী রাধা রানী রায়।

বৃহস্পতিবার  বগুড়া প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে রামেশ্বর অভিযোগ করেন, তার ছেলে আশিশ ওরফে শিবু রায় ও শিবুর স্ত্রী আঁখির লোভ তার বসতভিটার ওপর। ছেলে ও ছেলের বউয়ের ইচ্ছা অনুযায়ী বসতভিটা তাদের নামে লিখে না দেওয়ায় তিন বছর ধরে চলছে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন।

বুধবার (২৯ মে) দিবাগত রাত আড়াইটায় তাদের শয়নকক্ষে ঢুকে ছেলে শিবু ও তার স্ত্রী আঁখি তাকে শ্বাসরোধ করে মেরে ফেলতে চেষ্টা করে। টের পেয়ে বাধা দিলে শিবু তার মা রাধারানীর মাথায় ইট দিয়ে আঘাত করে। প্রাণভয়ে বৃদ্ধ রামেশ্বর তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান ।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি তো সম্পত্তি চাই না। মরে গেলে শিবুই সম্পত্তির মালিক হবে। কিন্তু ওই সম্পত্তির লোভে কেন সে আমাদের মরার আগেই মেরে ফেলতে চায়। কেন আমাদের নিজের ছেলে ও ছেলের বউয়ের ভয়ে পালিয়ে বেড়াতে হবে? জীবনের শেষ সময়ে এটাই কি প্রাপ্য আমাদের। বৃদ্ধ বয়সে বাবা-মাকে কেন এমন হতে হয়?’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।