জাঁকজমক হবে বিপিএলের ফাইনাল ম্যাচ- হঠাৎ করেই গতকাল গরম হয়ে ওঠে ক্রিকেটপাড়া, বিসিবির একাধিক পরিচালকের সমাগম দেখা যায় মিরপুরে। জানা যায়, বিশেষ মিটিং ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তবে কী নিয়ে আলোচনা হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। শেষে জানা গেল, চলমান বিপিএল আসর নিয়েই ছিল আলোচনা।
এবারের বিপিএল নিয়ে আলোচনার কমতি নেই। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে সাকিব আল হাসান বলেছিলেন ‘একটা যা-তা’ অবস্থা। উন্নতমানের ডিআরএস না থাকা, আম্পায়ারিংসহ বিপিএলের বেশ কিছু বিষয়ের প্রশ্নে সুর মিলিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজাও।
ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল গেছে চট্টগ্রামে। আজ থেকে চট্টগ্রামে মাঠে নামবে দলগুলো। এর মধ্যে গতকাল বিসিবি পরিচালকদের সঙ্গে বৈঠক করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
বৈঠক শেষে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘মাঠে কিন্তু দর্শক আসছে। দুই দিন আগে যে রকম দর্শক দেখেছি, ফাইনাল ছাড়া এমন দর্শক আমি আগে দেখিনি, সেটাও ওয়ার্কিং ডে-তে।’
এ সময় তিনি বলেন, ‘সমাপনী অনুষ্ঠান হবে, জাঁকজমক হবে। আর অবশ্যই চমক থাকবে।’ হঠাৎ করে কী বিষয়ে আলোচনা হলো জানতে চাইলে শেখ সোহেল বলেন, ‘আমরা কিন্তু সবকিছু নিয়েই আলাপ-আলোচনা করেছি। কীভাবে আমরা কাজ করতে পারি, সফল হতে পারি সেজন্যই কিন্তু আজ আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল ও বোর্ড পরিচালকরা একত্রিত হয়েছি।
তাদেরকে সব অবহিত করেছি ও আলাপ আলোচনা করেছি। একটা টুর্নামেন্টে ভুলত্রুটি থাকে। প্রতিবারই থাকে, সবকিছু সামলে প্রতিবারই আমরা বিপিএলকে সফলভাবে এগিয়ে নিয়ে গেছি। আমরা চেষ্টা করব এবারেও আগের মতো সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা আশা করব আগেও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, এবারও তেমন সহযোগিতা করবেন।
রাজধানীর একটি হোটেলে সভা শেষে সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন আলোচনার বিষয়ে বলেন, ‘পুরো বিপিএল নিয়েই আলোচনা হয়েছে।
বিপিএলকে আমরা আরও ভালোভাবে কীভাবে করতে পারি। যেসব বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বা যেসব বিষয়ে আলোচনার প্রয়োজন মনে করেছি তা নিয়ে কথা হয়েছে।
সম্মানিত বোর্ড সভাপতি, চেয়ারম্যানরাসহ আরও যারা আছেন তাদেরকে অবগত করার প্রয়োজন মনে হয়েছে। বিপিএলের গর্ভনিং বডির চেয়ারম্যান, মেম্বারসহ অন্য যারা যারা আছেন তাদেরকেও অবগত করা হয়েছে।’
যে বিপিএল নিয়ে এত সমালোচনা- সেই আয়োজন নিয়ে সন্তুষ্ট বিসিবি। নিজামউদ্দিন আরও বলেন, ‘আমরা আমাদের আয়োজন (বিপিএল) নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।
আমরা যেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি আমরা তা নিয়েই সন্তুষ্ট।’ তবে ফিক্সিং ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি, ‘এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। এসব দেখার জন্য আলাদা একটি বডি আছে। এসব বিষয় সেখানেই রিপোর্ট করা হয়। তারা এ ব্যাপারে প্রচলিত অ্যান্টি করাপশন কোড আছে সে বিষয়ে ব্যবস্থা নেয়।’