Shadow

জাতীয় সংসদের সাবেক হইপ আশরাফ হোসেনের ইন্তেকাল

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা;    জাতীয় সংসদের সাবেক হইপ ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (১৮ জুলাই ২০২০)  ভোর সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তার দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষি রয়েছে।

মরহুম আশরাফ হোসেন খুলনা-৩ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা যায়, খুলনা-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আশরাফ হোসেন। দলটিতে এক সময়ে যুগ্ম মহাসচিবও ছিলেন তিনি। এছাড়াও শ্রমিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকায় খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও ছিলেন তিনি।

  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, বাংলাদেশে আঘাত হানবে সোমবার!

আমাদের বাণী ডট কম/১৮  জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •