জীবনের হালখাতা
মতিলাল দাস

জীবনের হিসাব মেলাতে গিয়ে
সব কিছু এলোমেলো লাগে।
জীবনের কি চাওয়া পাওয়া
পৃথিবী নামক গুল বাগে।।

ভাই বোন প্রেয়সীর ভালবাসা
স্বপ্নকে বারবার বদলে দেয়।
স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে
দেহ বার্ধক্যের রূপ নেয়।।

জগতের কাছে শুধুই দেনা
আলো বাতাস সূর্যের কাছে।
জন্ম দাতা জনক জননী,
সমাজ সংসার যত আছে।।

আমি শুধু দেনাদার আজ,
শোধিতে হবে হিসেব করে।
এ কেমন জীবনের হালখাতা
রেখেছে মোরে মায়া করে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।