ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় টাকার বিনিময়ে কেরাম খেলা হয়। বুধবার দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম।

আরাপপুর নেভি অফিসের পাশে অভিযানকালে তিনি দেখেন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা সেখানে টাকা দিয়ে কেরাম খেলছে। এ সময় কেরাম বোর্ডের মালিক রবিউল ইসলাম কৌশলে পালিয়ে গেলে আটক করা হয় তার ছেলে মুস্তাককে।

নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে সেখানে কেরাম খেলা চলে। ৪টি দোকানে অভিযান চালিয়ে কেরাম বোর্ড জব্দ করা হয়েছে। দোকান মালিককে জরিমানা করা হয়েছে বলেও জানান নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। ওই দোকানে মাদক বিক্রি বা সেবন করা হতে পারেও বলে তিনি আশংকা করেন।

অভিযানের সময় ঝিনাইদহ সদর থানার এএসআই সুজাত আলী ও ইউএনও অফিসের ওএস জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।