এবার খেলার মাঠেও কৃতিত্ব দেখিয়েই র্যাব সদস্যরা পেয়েছেন একটি ছাগল পুরস্কার। কালীগঞ্জ সরকারী এম ইউ কলেজ মাঠে এক সৌহার্দ্যপূন টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচে বিজয় লাভ করে তারা ওই ছাগল পুরস্কার পান।
এদিন বিকালে অনুষ্ঠিত ক্রিকেট খেলাতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প ক্রিকেট দল ৩ উইকেটে কালীগঞ্জ চাপালী ক্রিকেট একাদশকে হারিয়ে তারা বিজয় লাভ করে।
কালীগঞ্জ চাপালী পাবলিক লাইব্রেরীর আয়োজনে বুধবার এম ইউ কলেজ মাঠে অনুষ্ঠিত খেলাতে টচে জয়ী হয়ে চাপালী যুব সংঘ ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নামে। তারা ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ঝিনাইদহ র্যাব- ৬ ক্যাাম্প ক্রিকেট দল ১৮ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করে বিজযী হয়।
বিজযী র্যাব-৬ ক্যাম্প দলের খেলোয়াড় রনি ২ টি উইকেট ও সর্ব্বোচ্চ ৩৬ রান করায ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়। খেলা শেয়ে অতিথি এম ইউ কলেজের প্রভাষক আবদুর রহিম বিজয়ী দলের অধিনায়ক র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলমের হাতে পুরস্কার হিসাবে একটি ছাগল তুলে দেন।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]