বাক-বিতন্ডের জের ধরে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র রাহুল হুড়কে ছুরিকাঘাত করেছে তার সহপাঠি ও বহিরাগতরা।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। রাহুল বালক বিদ্যালয়ের প্রভাতী শাখার ছাত্র।
সে শহরের পাগলা কানাই এলাকার ডা: রতন কুমার হুড়’র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র রাতুলের সাথে সহপাঠি ত্বাঈনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ত্বাঈন বহিরাগত নয়ন, খালিদ হাসান ও রাকিব রহমান নামের দুই বখাটেকে ডেকে আনে। বহিরাগত বখাটেরা রাতুলকে মারধর করতে গেলে রাহুল তাদের বাঁধা দেয়। একপর্যায়ে নয়ন, খালি ও রাকিব রাহুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]