ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় বাসের ধাক্কায় আব্দুর রহমান (৭০) বাইসাইকেল আরোহি বৃদ্ধ নিহত হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাঙালী শামার ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকালে ভবানীপুর গ্রাম থেকে বাইসাইকেল যোগে আব্দুর রহমান বিষয়খালী বাজারে যাচ্ছিল। পথে বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।