টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সুপার ডিলাক্স এসবি পরিবহনের কুষ্টিয়াগামী একটি বাসে ডিবি পরিচয় দিয়ে বাস ছিনতাই চেষ্টার সময় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার আরো ৫জন পালিয়ে যায়।

শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। আটক ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে আবু তালেব। তিনি ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরে যান।

কালিহাতী থানার (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপার ডিলাক্স এসবি পরিবহনের বাসটি আশুলিয়া এলাকায় পৌছালে দুইটি মাইক্রোবাস দিয়ে বাসটিকে থামিয়ে ডিবি পরিচয়ে ৫ জন লোক ওই গাড়িতে উঠে।

এ সময় কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী বলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন তারা। পরে গাড়ির চালক ও সুপারভাইজার তাদের পরিচয় জানতে চাইলে ৪ জন গাড়ি থেকে সড়কের বিভিন্ন স্থানে নেমে পালিয়ে যায়।

পরে গাড়ির চালক কৌশলে বাসটিকে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে এনে থামিয়ে পুলিশকে বিষয়টি জানান। এ সময় পুলিশ আবু তালেব নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করে কালিহাতী থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।