টাঙ্গাইল সংবাদদাতা; জেলায়  বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জেলার ভূঞাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার অর্ধশতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পয়নিষ্কাশনের সমস্যা।

আজ বুধবার (০১ জুলায় ২০২০)  পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, জোকারচর পয়েন্টে যমুনা ও ঝিনাই নদীর পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে এলাসিন পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় হাজার হাজার একর জমির আউস ধান, পাট, তিল ও সবজি তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি বা বেসরকারি সহযোগিতা পৌঁছায়নি।

আমাদের বাণী ডট কম/০১ জুলাই  ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।