ঠাকুরগাঁও শহরে নসিমন উল্টে পল্লী বিদ্যুৎ সমিতির এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।
সদর থানার ওসি আশিকুর রহমান জানান, ১৫ এপ্রিল সোমবার দুপুরে শহরের আখফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৩৪) বগুড়ার শিবগঞ্জ গ্রামের আবু হানিফের ছেলে। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎলাইন সংযোগের কাজ করতেন তিনি।

আহত জিয়ারুল ইসলাম (২৬), রোজেন (১৯), আশরাফুল ইসলাম (২১), গোলাম রব্বানী (২৩) ও গোলাপকে (২৫) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার বাড়ি বগুড়া জেলায়।

ওসি আশিকুর রহমান, সাংবাদিক মজিবর রহমান শেখ কে বলেন, শ্রমিকরা নসিমনে করে মালপত্র নিয়ে শ্রীকৃষ্টপুর গ্রামে লাইন সংযোগের কাজ করতে যাচ্ছিলেন। পথে নসিমন উল্টে গেলে ঘটনাস্থলে নজরুল ইসলাম নিহত হন।”

এ সময় আরও পাঁচ শ্রমিক আহত হলে স্থানীয়রা তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। হতাহতরা পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার বাবুলের প্রতিষ্ঠানে কাজ করছিলেন।

বাবুল বলেন, “এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি আশিকুর রহমান।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা’

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।