ঠাকুরগাঁও জেলার আখানগর ইউনিয়নের গুঞ্জুরাহাট গ্রামের স্কুলছাত্রীর শরীরে এসিড নিক্ষেপের মামলারএক মাস পেরিয়ে গেলেও আসামী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করছে না পুলিশ। সুষ্ঠু বিচার পাবে এনিয়ে চিন্তিত বাদীপক্ষ। বাদীপক্ষ বলছে এলাকায় আসামী প্রকাশ্যে ঘুরছে, কিন্তু পুলিশেল চোখে পড়ছে না।

মামলার অভিযোগে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধের জের ধরে সদর উপজেলার আখানগর ইউনিয়রে গুঞ্জুরাহাটে স্কুলছাত্রী তানজিনা আক্তারের শরীরে এসিড নিক্ষেপ করে প্রতিবেশি আমজাদ হোসেন। এতে করে ওই স্কুলছাত্রীর শরীরের ২০ শতাংশ ঝলসে যায়। এ ঘটনার ২৫ ফেব্রুয়ারি স্কুলছাত্রীর বাবা মোস্তফা বাদী হয়ে আমজাদ হোসেনকে প্রধান আসামী করে আরও ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ মামলার দ্বিতীয় আসামী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে মামলার এক মাস অতিবাহিত হলেও পুলিশ অজ্ঞাত কারণে প্রধান আসামী আমজাদ হোসনকে প্রেপ্তার করছে না। অথচ আসামী এলাকার প্রকাশ্যে চলাফেরা করছে। স্কুল ছাত্রীর শরীরে এসিড নিক্ষেপকারী আমজাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পাহাড় সমান। তিনি গ্রামের মানুষদের বাড়িঘর ভাঙচুর-লুটপাট, জোর পুর্বক জমি দখল, মামলার হুমকিসহ রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত রয়েছেন।

মামলার প্রধান আসামী আমজাদ হোসেনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করার জন্য। খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।