Shadow

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের কিশামত কৈশুর বাড়ী সরকার পাড়া গ্রামে জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে সোহেল হক (৩০) নামে এক কৃষক নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, ২ জুলাই বৃহস্পতিবার সকালে জমিতে হালচাষ করতে যান সোহেল হক। হালচাষ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঝলসে গিয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সোহেল হক ঠাকুরগাঁও জেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের কিশামত কৈশুরবাড়ী সরকার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

  খোকসায় জন্মাষ্টমী পালিত

এ খবর নিশ্চিত করেছেন ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার সিং।

আমাদের বাণী ডট কম/০৩  জুলাই  ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •