১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রনকারী বীর মুক্তিযোদ্ধা মো: তমিজউদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ২৭ মার্চ (বুধবার) রাত ৯ টার সময় বীর মুক্তিযোদ্ধা মো: তমিজউদ্দীন (৭০) নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন (ইন্না—-রাজেউন)। ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাও গ্রামের পলাশ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সন্মান গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকষ দল । এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোদ চন্দ্র রায়, রুহিয়া থানার তদন্ত কর্মকর্তা বাবলু কুমার রায়, ২০নং রুহিয়া ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, রুহিয়া থানা মুক্তিযোদ্ধা কমান্ড এর সকল মুক্তিযোদ্ধাগন।
বীর মুক্তিযোদ্ধা মো: তমিজউদ্দীন ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৭ নম্বর সেক্টরের অধিনে যুদ্ধ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো: তমিজউদ্দীনের মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: তৈমুর রহমান, নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সকল মুক্তিযোদ্ধাগন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সকল সদস্যবৃন্দ ।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]