Shadow

গাইবান্ধায় ১০ দফা দাবিতে বাসদ মার্ক্সবাদী’র মানববন্ধন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা সংবাদদাতা;  হাটে হাটে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ১০ দফা দাবিতে বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ  বৃহস্পতিবার শহরের ডিবি রোডে এক মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাসদ মার্কসবাদী জেলা কমিটির আহবায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু, জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, মাহবুবর রহমান খোকা প্রমুখ।

বক্তারা অবিলম্বে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয়, কৃষকের কৃষি ঋণ মওকুফ, করোনা পরিস্থিতিতে কৃষক ক্ষেতমজুরদের নগদ অর্থ সহযোগিতা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য পৌছে দেয়া, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সকল নাগরিকের জন্য রেশনের ব্যবস্থা চালু করার দাবি জানান। সেইসাথে শ্রমিক নিম্ন আয়ের মানুষ ও মহামারির কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং নগদ অর্থ প্রদান সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা প্রদান, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে মশক নিধনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণসহ ১০ দাবি বাস্তবায়নেরও দাবি জানান।

  পটুয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩৭

আমাদের বাণী ডট/১৪ মে ২০২০/পিবিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •