Shadow

ওয়ারিতে দুই সপ্তাহের লকডাউনেও সংক্রমণ কমেনি

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা;   দুই সপ্তাহের লকডাউনেও রাজধানীর ওয়ারিতে সংক্রমণ কমেনি। লকডাউন শুরুর সময় এই এলাকায় সংক্রমণের হার ছিল ৪০ শতাংশ। দুই সপ্তাহ পর এই হার একই রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২০)  ঢাকা দক্ষিণ সিটির নগরভবনে এক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। ওয়ারির লকডাউন নিয়ে দ্বিতীয় দফায় এই পর্যালোচনা সভা বসে। বৈঠক শেষে জানানো হয় বৃহস্পতিবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে নমুনা দেয়ার আহবান জানানো হবে। এজন্য পুরো এলাকায় ১৮টি টিম কাজ করবে। এই নমুনা পরীক্ষা করা হবে বিনামূল্যে।

সভায় ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের পরামর্শ দেন। এলাকার বাসিন্দাদের আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনসহ লকডাউন কার্যকরে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান মেয়র তাপস।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৬ জুলাই ২০২০)  দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ২  হাজার ৭৩৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনে আর মোট মারা গেছেন ২ হাজার ৪৯৬ জন। ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৮০টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৫৪৮টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৮৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৩৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ।’  ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৯ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৪৯৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৯৭১ জন এবং নারী ৫২৫ জন।’

  চাকরি স্থায়ী করার দাবিতে রাজপথে সেকায়েপ শিক্ষকরা

আমাদের বাণী ডট কম/১৬  জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •