রাজশাহী সংবাদদাতা; জেলার দুর্গাপুরে কৃষি অফিসের মাধ্যমে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর উদ্দোগে বিনামূল্যে প্রান্তিক চাষিদের মাঝে হাইব্রিড অ্যারাইজ (এজেড-৭০০৬) জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
পানির নিচেও মাছের মতো নিতে পারে দম, হঠাৎ বন্যায় ডুবে গেলেও ফলন হয়না কম! এই প্রতিপাদ্যোকে সামনে রেখে দুর্গাপুরে কোভিড( ১৯)ও আমম্পানে দূর্যোগের কারণে অসহায় কৃষকদের ধান উৎপাদনে উৎসাহিত করা ও খাদ্য চাহিদা পূরণের জন্য বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১শত কৃষকের মাঝে জন প্রতি ২ কেজি অ্যারাইজ (এজেড ৭০০৬) ধানের বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ মসিউর রহমান , উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আমির আলী,
উপসহকারী কৃষি অফিসার মোসাঃ জোসনা খাতুন, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের টেরিটরি ইনচার্জ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাসির উদ্দীন খাঁন, ফিল্ডএ্যাসোসিয়েট অফিসার মোঃ গোলাম মর্তুজা প্রমূখ এসময়ে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক চাষিরা উপস্থিত ছিলেন।
আমাদের বাণী ডট কম/২৪ জুন ২০২০/পিপিএম