Shadow

দেশে গত ২৪ ঘন্টায় ৫১ জনের মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

আমাদের বাণী ডেস্ক, ঢাকা;  ভয়াবহ বিপর্যয়ের মুখে বাংলাদেশ। একদিকে করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত পুরো দেশ অন্য দিকে প্রলয়ংকারী ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডব ও সড়কের প্রাণহানি। দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের থাবায় ২২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঘুর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে সারাদেশে ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৫১ জনের মৃত্যু খবর পাওয়া গেল।

আজ বৃহস্পতিবার (২১  মে ২০২০) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা ২২ জনের মৃত্যু বিষয়টি জানা।

অন্যদিকে, বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায়  ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দেশের ৯ জেলায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি হয়েছে। বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা তলিয়েছে ফসল, প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। পিরোজপুরে ৪ জন, ভোলায় ২ জন, সাতক্ষীরায় ১ জন, পটুয়াখালীতে ২ জন, যশোরে ৩ জন, চট্টগ্রামে ১ জন, বরগুনায় ১ জন ও ঝিনাইদহে ১ জন ও রাজশীতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ১৪ হাজার ১১৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২২ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৮ জনে।

তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং তিন জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের আট জন, সিলেট বিভাগে তিন জন এবং ময়মনসিংহ বিভাগে একজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরের আট জন, ঢাকার অন্যান্য স্থানের একজন, নারায়ণগঞ্জের একজন, চট্টগ্রাম শহরের চার জন, কক্সবাজারের, একজন, চাঁদপুরের তিন জন, ময়মনসিংহ শহরের একজন, সিলেট বিভাগের সিলেট সিটি করপোরেশন এলাকায় একজন এবং সিলেটের অন্যান্য স্থানের দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে মারা গেছেন পাঁচ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

  শেষ চিঠিতে যা লিখেছিলেন ফজলে হাসান আবেদ

এদিকে গাইবান্ধার পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান জানান,  গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের রড বোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। ঢাকা থেকে রড বোঝাই ট্রাক রংপুরে আসছিল। ট্রাকের ওপর ২০ জনের বেশি মানুষ ছিল। দুপুরে পলাশবাড়ীর জুনদহ এলাকায় ট্রাকটি পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি উল্টো খাদে পড়ে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়া আহত অন্তত পাঁচ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় ‘আম্পান’ এখন দুর্বল হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি স্থল-নিম্নচাপে পরিণত হয়েছে। তার আগে সুপার সাইক্লোন আম্পান কিছুটা শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। পরে সন্ধ্যায় আছড়ে পড়ে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলে। আম্পানের তাণ্ডবে দেশের ৯ জেলায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি হয়েছে। বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। এদিকে পিরোজপুরে ৪ জন, ভোলায় ২ জন, সাতক্ষীরায় ১ জন, পটুয়াখালীতে ২ জন, যশোরে ৩ জন, চট্টগ্রামে ১ জন, বরগুনায় ১  জন ও ঝিনাইদহে ১ জন ও  রাজশীতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিস্তারিত; ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ৯ জেলায় ১৬ জনের মৃত্যু

আমাদের বাণী ডট/২১  মে ২০২০/পিবিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •