Shadow

দেশে পাঁচ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন বাতিল

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা;  রাজধানীর পাঁচটি প্রতিষ্ঠানের আরটি পিসিআর (যারা কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষার অনুমোদন পেয়েছিল) অনুমোদন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

 • প্রতিষ্ঠানগুলো হলো– কেয়ার মেডিকেল কলেজ, এপিক হেলথ কেয়ার, থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, স্টিমজ হেলথ কেয়ার (বিডি) লি. এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজ।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা রবিবার পৃথক চিঠিতে এই প্রতিষ্ঠানগুলোর করোনা পরীক্ষার অনুমোদন স্থগিত করার কথা জানিয়েছেন।

 • এসব প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে করে তিনি বলেন, অধিদফতর আপনার প্রতিষ্ঠানকে কোভিড-১৯ আরটি পিসিআর পরীক্ষার অনুমোদন দেয়ার পরেও অদ্যাবধি কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছেন।

‘এ কারণে আরটি পিসিআর পরীক্ষার অনুমোদন সাময়িক স্থগিত করা হল। ল্যাবরেটরি সম্পূর্ণভাবে আরটি পিসিআর পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া সাপেক্ষে পুনরায় আবেদন করতে হবে।’

 • তিনি বলেন, কিটের অনাপত্তি ওষুধ প্রশাসন অধিদফতর থেকে নিতে হবে। পরবর্তীতে সরেজমিন পরিদর্শন রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালে নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির পর স্বাস্থ্য অধিদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২,৬৬৬ জন আর মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩৫২জনের মৃত্যু হলো। বাংলাদেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিন মাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো এক লাখ ৮৩  হাজার ৭৯৫ জন।২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো পাঁচ হাজার ৫৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।  আজ নমুনা পরীক্ষা হয়েছে ১১০৫৯ টি যা গতকাল ছিল ১১,১৯৩ টি।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা। দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।

  কাশ্মীর সীমান্তে সংঘর্ষ, ভারতীয় সেনাসহ নিহত ৭

আমাদের বাণী ডট কম/১২  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •