Shadow

নবাবগঞ্জের করোনা শনাক্ত বেড়ে ৩০৪ জনে

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

বাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা; ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা আরও ৩০০ ছাড়িয়েছে। এ নিয়ে এ উপজেলায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৪ জনে।

গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই ২০২০) রাত ১১টায় এ বিষয়ে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ডা.অনুপ বলেন, বুধবার (০১ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ১৭ জন নমুনা পরীক্ষা করে যান। নমুনা সংগ্রহ শেষে ওই দিন বিকেলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আইইডিসিআর থেকে মোবাইল ম্যাসেজের মাধ্যমে তিন ব্যক্তির আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়।

তিনি আরও জানান, এ উপজেলায় নতুন শনাক্ত ৩ জনসহ মোট তিনশ পেরিয়ে আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৩০৪ জনে। সুস্থ হয়েছেন ১৯৭ জন আর মৃত্যু হয়েছে ৫ জনের।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৯২৬  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ১৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ২৭৭ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৮  হাজার ৩৬২ টি যা গতদিনে ছিল ১৭ হাজার ৮৭৫ টি । ৭০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮,৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮,০২,৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৪৩৩৪ জন, এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬৬ ৪৪২ জন। নতুন করে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী।

  বৃহস্পতিবার থেকে আমরণ অনশনে বসছেন ননএমপিও শিক্ষকরা

আমাদের বাণী ডট কম/০২  জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •