Shadow

নভেম্বরে ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড়

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

জানিয়েছে, আগামী মাসে ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড়।

গত শনিবার (২৪ অক্টোবর) রাতে আবহাওয়া অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। তবে আগামী মাসে শীতের প্রকোপ চলে আসলেও সেসময় দু-একটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

  মুক্তি পেয়ে গণমাধ্যমের সাথে কথা বললেন সিফাত-শিপ্রা

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •