হীড বাংলা‌দেশ প্র‌তিষ্ঠা‌নের প্রধান কার্যাল‌য়ে এক অনারম্ভরপূর্ণ অনুষ্ঠা‌নে বনানী ট্রা‌জে‌ডির আলোচিত  বালক মোঃ নাঈম ইসলাম ও তার প‌রিবা‌রের সদস্য‌দের সংবর্ধনা প্রদান করা  হয়েছে।

মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এই সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন নাঈ‌মের মা , ফপু ও বোন এবং সংস্থার প্রধান কার্যাল‌য়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নাঈমকে ১০হাজার টাকা পুরষ্কার ও লেখাপড়ার দায়িত্ব নিলো হীড বাংলা‌দেশ
ছবি; আমাদের বাণী

হীড বাংলা‌দে‌শের নির্বাহী প‌রিচালক আনোয়ার হো‌সেন প্র‌তিষ্ঠা‌নের প‌ক্ষ থেকে নাঈম‌কে নগদ অর্থ দশ হাজার টাকা ও তার এসএস‌সি পর্যন্ত শিক্ষার স্কুল বেতন ও বই প‌ত্রের খরচা‌দি বহ‌নের অঙ্গীকারের ঘোষণা ক‌রেন।

নাঈ‌মের উজ্জল ভ‌বিষ্যত কামনা ক‌রে অনুষ্ঠান‌টি শেষ হয়।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।