Shadow

নাটোরে করোনারা হানা, ৮ জনের দেহে করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

আশিকুর রহমান, নাটোর জেলা সংবাদদাতা;  জেলায় প্রথম ৮ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০) রাতে জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২২ ও ২৩ তারিখে পরীক্ষার জন্য প্রেরিত নমুনা থেকে পরীক্ষার পর এই ৮ জনের নমুনা পজিটিভ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  আক্রান্তদের মধ্যে সদর  উপজেলার ছাতনী ইউনিয়নে ১ জন, গুরুদাসপুরের নাজিরপুরে ২ জন ও সিংড়া পৌর এলাকায় ৫ জন । সিংড়ার উপজেলায় আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও টেকনিশিয়ান ২ জন, পৌরসভার ১নং ওয়ার্ডে ১ জন, ২নং ওয়ার্ডে ১ জন এবং ১২নং ওয়ার্ডে ১ জন রয়েছে।।

আইইডিসিআর থেকে বিস্তারিত ই-মেইল পাওয়ার পর আক্রান্তদের পরিচয় শনাক্তসহ তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশের ৬০ জেলা ইতোপূর্বেই করোনা আক্রান্ত হলেও নাটোর সহ মাত্র ৪টি জেলা করোনা মুক্ত ছিল। আজ ৮জন রোগী শনাক্তের মধ্যদিয়ে করোনা আক্রান্ত নতুন জেলা হিসেবে যুক্ত হলো নাটোর জেলা।

  আড়িয়াল খাঁ'র পেটে শিক্ষা প্রতিষ্ঠান-জমি-ঘর বাড়ী, মানুষের স্বপ্ন

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৮ এপ্রিল) তথ্য অনুযায়ী,  প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫৫। এছাড়া, আক্রান্ত আরও ৫৪৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬ হাজার ৪৬২ জনকে শনাক্ত করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/২৮ এপ্রিল ২০২০/পিপিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •