Shadow

নারায়ণগঞ্জে একই পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ; জেলার সদর উপজেলায় একই পরিবারের ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়দুল ইসলাম।

উপজেলার কুতুবপুরের দেলপাড়া এলাকায় বাস করে ওই পরিবার।

 স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়দুল ইসলাম বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক মেডিকেল অফিসারের পরিবারের ১৭ জন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, প্রথমে ওই কর্মকর্তার ভাইয়ের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর সন্দেহ হলে পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠালে সোমবার প্রাপ্ত রিপোর্টে তাদের পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৮ এপ্রিল) তথ্য অনুযায়ী,  প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫৫। এছাড়া, আক্রান্ত আরও ৫৪৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬ হাজার ৪৬২ জনকে শনাক্ত করা হয়েছে।

  সীতাকুণ্ডে মাস্ক বিতরণ ও জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাণী ডট কম/২৮ এপ্রিল ২০২০/পিপিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •