ঈদের কমপক্ষে ১০ দিন পূর্বে সকল পোশাক শ্রমিকদের বেসিক বেতনের সমান উৎসব বোনাসসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে মানবন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
মঙ্গলবার বিকাল ৫টায় জেলার মাসদাইর চৌধুরী কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সহসাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, পোশাক শিল্পের রপ্তানি প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের রপ্তানি আয় নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে যাচ্ছে। দেশের মাথাপিছু আয়ের হিসাব বৃদ্ধি পাচ্ছে। অথচ এই শিল্পের ভারবাহী হিসাবে মুল ভুমিকা পালনকারী গার্মেন্টস শ্রমিকদের জীবনমানের কোন পরিবর্তন হচ্ছে না। মজুরি বিবেচনায় বিশ্বের সর্বনিন্ম মজুরির বিনিময়ে কাজ করে যে শ্রমিক কর্মক্ষেত্রের অধিকার ভোগের ক্ষেত্রেও তার অবস্থান বিশ্বের সর্বশেষ ১০টি দেশের তালিকায়। সকল নাগরিকের অধিকার সুরক্ষার শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনাকারী সরকারও শ্রমিকস্বার্থ হরণকারী আইন তৈরি করে এই শ্রমিকদের আরও বেশি বঞ্চিত করতে মালিকদের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছেন। উৎসবের সময় সারা বছর কঠোর পরিশ্রম করা পোশাক শ্রমিকরা তাদের স্বজনদের সাথে মিলিত হওয়ার জন্য উদগ্রিব থাকে। শ্রমিকদের এই মনোভাব মালিকদের জানা আছে বলে তারা বেতন-ভাতা পরিশোধ করতে দেরি করে যেন ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হলেও শ্রমিকরা প্রতিবাদ করার সুযোগ না পায়। মালিকদের এই দুরভিসন্ধি বন্ধের জন্য সরকারকে ভুমিকা রাখতে হবে। কিন্তু সরকার বেতন-ভাতা পরিশোধের নির্দিষ্ট সময় নির্ধারণ করে না দিয়ে লুটেরা মালিকদের প্রশ্রয় দিচ্ছে।
নেতৃবৃন্দ ঈদ-উল-আযহার ১০ দিনপূর্বে পোশাক শ্রমিকদের বেসিক বেতনের সমান বোনাস এবং জুলাই মাসের পূর্ণ বেতন ও ওভারটাইম পরিশোধের দাবি জানান।