উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন নারী কেলেঙ্কারীর ঘটনায় আন্দোলনের চাপে মঙ্গলবার পদত্যাগ করেছেন। তিনি সকালে তার পদত্যাগপত্র সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পরিমল চন্দ্র সরকারের কাছে জমা দেন।

গত ১৬ সেপ্টেম্বর হতে নারী কেলেঙ্কারীর ঘটনাকে নিয়ে ওই অধ্যক্ষ ও প্রভাষক সুলতানা নওরোজের অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। তারা দাবি আদায়ে কলেজের অধ্যক্ষ কক্ষ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় স্থানীয় আ’লীগ ও এলাকাবাসী। শেষে বাধ্য হয়ে তিনি গতকাল আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হন।

এ বিষয়ে জানতে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার পরিমল চন্দ্র সরকার পদত্যাগ পত্র পাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বিকালে শহরের শহীদ স্মৃতিসৌধের কার্যালয়ে অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন ও একই কলেজের প্রভাষক সুলতানা নওরোজকে এলাকাবাসী আটক করে রাখে। পরদিন এ বিষয়ে তাদের দু’জনের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।