শেয়ার করুনঃ
বেড়াতে গিয়ে নাটোরের হালতি বিলে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষক মোখলেছুর রহমান পলাশের লাশ উদ্ধার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার সকাল ১০টার দিকে বিলের মহিষমারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোখলেছুর রহমান রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিস বিভাগের শিক্ষক।
গত ২৭ জুলাই শনিবার দুপুরে নৌকা ভ্রমণে গিয়ে একই বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি সাহাকে বিলের পানি থেকে উঠাতে গিয়ে নিখোঁজ হন মোখলেছুর। তাকে উদ্ধারে ডুবরিসহ স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়।
সোমবার সকালে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে মহিষমারী এলাকায় শিক্ষক মোখলেছুরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
নাটোরের নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুনঃ