নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, নির্বাচনী ফল উৎকণ্ঠার দায় আমার, আসুন আওয়ামী লীগের রাজনীতি করি। এবারের উপজেলা নির্বাচনে ড্রাইভার রক্ষা পেয়েছে কিন্তু যাত্রীরা রক্ষা পায়নি। আর এর জন্য সম্পূর্ণ দায়ী আমি। দানের প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আমার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে তার প্রমাণ আওয়ামী লীগের ভোট উপজেলায় বৃদ্ধি পেয়েছে। সকল ভেদাভেদ ভুলে নিজেদের দলকে শক্তিশালী করতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিন এবং আওয়ামী লীগের রাজনীতি করি।
বুধবার নির্বাচনী পরবর্তী খোকসা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বুধবার বিকালে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার চারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জানি পুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, উপজেলা কৃষকলীগের সভাপতি ও খোকসা বাজার কমিটির সভাপতি এবং জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।
জেলা আওয়ামী লীগের সদস্য ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপজেলা নির্বাচনের নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে দলীয় বিরুদ্ধে রেখে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে এখন থেকেই সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বলেন, জন্মসূত্রে আমরা আওয়ামী লীগের কর্মী। কিভাবে আওয়ামী লীগ করতে হয় শত প্রতিকূলতার মধ্যে আমাদের রক্তে রয়েছ নৌকার বিজয়ের পদধ্বনি। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে নিজেদের ওকে সাবলীল করে নৌকার পক্ষে পক্ষ হয়ে একে অপরের বন্ধু হিসাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য নৌকার প্রতীকে কাজ করি। উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় চার শতাধিক নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা চত্বরে দুই ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তাদের মতামত শ্রবন করেন।
এসময় দল মত নির্বিশেষে মুক্তিযোদ্ধা এলাকাবাসী গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]