লেখকঃ মোহাম্মদ খায়রুল আলম
লেখকঃ মোহাম্মদ খায়রুল আলম

আমাদের বাণী ডেস্ক, ঢাকা;  যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম বাবুল সম্মানে লেখা কবিতা,  ‘নুরুল ইসলাম বাবুল সফলতার দৃষ্টান্ত’

 নব উদ্দীপনার নতুন দিগন্ত

উদ্দেলিত প্রাণ চাঞ্চল্য, নতুন দিনের দিশারী

তোমার প্রতিচ্ছায়া তলে ছিল হাজারো বাঙালি।

তোমার প্রাণ চাঞ্চল্য দেশের

অর্থনিতীতে উন্মোচিত করেছে নতুন দার।

সীমাহীন তোমার প্রজ্ঞা ও অভিলাষ,

তোমাকে দিয়েছে উচ্চ শিখরে স্থান।

তোমার সাফল্য গাথা জীবন।

নক্ষত্রের মতো আলো ছড়াবে আজীবন।

দেশের প্রতি তোমার শ্নেহার্ধ্য

মহানুভবতার ছিল এক উজ্জল দৃষ্টান্ত।

মুক্তিযুদ্ধে তোমার অসামান্য অবদান

জাতি স্মরণ করবে চিরকাল।

তোমার কর্মে পেয়েছিলাম দেশের মা ও মাটির ঘ্রাণ

বাঙালির জীবন জীবিকার কল্যাণে তোমার কর্ম প্রচেষ্টা

আমাদেরকে করেছ চির ঋণী –

তোমার বিকল্প ও সুদূরপ্রসারী চিন্তা,

দেশের অর্থনৈতিক উন্নয়নে এনেছে নতুন জোয়ার

তুমি ছিলে ইতিহাস সৃষ্টিকারী দৃষ্টান্ত, চূড়ান্ত সফলতার।

লেখকঃ মোহাম্মদ খায়রুল আলম, প্রতিষ্ঠাতা সভাপতিঃ এপেক্স ক্লাব অব রেনেসাঁ রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

আমাদের বাণী ডট কম/২৭ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।