ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। মানববন্ধন সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাফায়াত জামিল। বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের ফৌজিয়া আবিদা ও লাবিব ওয়াহিদ।
ফৌজিয়া আবিদা বলেন, যদি তনু হত্যার বিচার হতো তাহলে হয়তো নুসরাতকে এভাবে নিহত হতে হতো না।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চুয়েট সংসদের সাধারণ সম্পাদক লাবিব ওয়াহিদ বলেন, আজ দেশের কোথাও গণতন্ত্র নেই৷ গণতন্ত্রের অভাবেই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরী হচ্ছে। তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরাদ্ধের পদক্ষেপ হিসাবে বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠানের আন্দোলন চালিয়ে যেতে হবে।
বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]