“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান। সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে আজ শনিবার কুষ্টিয়ার খোকসা উপজেলার লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা, কুষ্টিয়া জেলা কমিটির সহযোগিতায় উপজেলা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সদর উদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার মাননীয় জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের মত বিনিময় সভায় আপনারা যারা উপস্থিত আছেন তারা যদি মানুষকে উপকার করতে চান তবে লিগাল এইড এর বার্তা সকলের কাছে পৌঁছে দিন। কোন উন্নয়ন টেকসই হবেনা যদিনা আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে না পারি। একারনে তিনি ন্যায়বিচার নিশ্চিত কল্পে তথা বর্তমান সরকারের লিগ্যাল এইড কার্যক্রমকে গতিশীলতা আনার জন্য উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা মোঃ তহিদুল ইসলাম, সৈয়দ হাবিবুল ইসলাম, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক মোঃ সালেহুজ্জামান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ রাখিবুল ইসলাম, শাহনাজ নাসরিন খান, মোঃ কামরুজ্জামান, উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ হাদিউজ্জামানসহ অন্যান্য বিচারকবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন, বিজ্ঞ পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অনুপ কুমার নন্দী, বিজ্ঞ জিপি আ.স.ম. আকতারুজ্জামান মাসুম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মেহেদী মাসুদ সহ অনেকে।
মতবিনিময় সভায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান গন ও জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, মসজিদের ঈমাম, মন্দিরের পুরোহিত সহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় হেল্প লাইন নম্বর 16430 টোল ফ্রি ও কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড অফিস হটলাইন নম্বর 01700-784311 সম্বলিত লিফলেট বিস্তারিত তথ্যের জন্য বিতরন করা হয়। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ উপজেলা পরিষদ চত্বরে একটি বকুল গাছের চারা রোপন করেন।