পঁচিশে মার্চের কালো রাত
জাহাঙ্গীর বাবু
পঁচিশে মার্চের কালো রাত থেকে –
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
স্তব্ধ শহরে রাতের আঁধারে হায়েনার আঘাত
সে যে একাত্তরের
পঁচিশের মার্চের সেই কালো রাত।
রাজপথে গাড়ি নয় চলেছে,
ট্যাঙ্কার পাকিস্তান সামরিক জান্তার,
আকাশে মাটিতে ঘুমন্ত নগরীতে,
রাজারবাগ পুলিশ লাইনে
দেশের অতন্ত্রপ্রহরীদের হত্যা যজ্ঞ
মৃত্যু ভয়ে বাংকার নয় ম্যানহোলের ভিতর
আশ্রয় নিয়েছিলো কেউ !
আজ যেন শুনতে পাই আর্তনাদ ,আহাজারি
বুটের শব্দ ,মুহুমুহু গুলির আওয়াজ।
সে নিকষ কালো ব্ল্যাক আউট ভয়ঙ্করী রাত শেষে
মুক্তি যুদ্ধের ,স্বাধীনতার সশস্র সংগ্রামের রক্তিম প্রভাত।
পঁচিশে মার্চ উন্নিশ শো একাত্তরের
সেই জম কালো রাত
নির্মম হামলা করেছিলো পশ্চিমা জানোয়ার,
পরিকল্পিত হামলার শিকারে
চালিয়েছে পাকিস্তানী হায়েনা রকেট ল্যান্সার .
আজ শ্রবণ ইন্দ্রিয়ে বাজে কান্নার রোল ,
মস্তিস্কে শিরা উপশিরায় উঠে প্রতিবাদের ঝড়।
নয় মাসের রক্ত ক্ষয়ি যুদ্ধে প্রাণ দিলো ,
লাখো মুক্তি যোদ্ধা আর জনতা।
হাজারো মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছিলো ,
ওই পশ্চিম পাকিস্তানীরা!
ষোলই ডিসেম্বর একাত্তরে এসেছিলো স্বাধীনতা
তেতাল্লিশ বছর ধরেই খুঁজছি মোরা দেশের সার্বভৌমতা।
গনতন্ত্র রক্ষায় আজ নিচ্ছে অগন্তন্ত্রের পথ
প্রহসনের নির্বাচনে ভুলুন্ঠিত হচ্ছে মুক্তি যোদ্ধাদের শপথ।
দেশদ্রোহী বিচারের নামে চলে ষড়যন্ত্র
ক্ষমতার স্বার্থে থমকে যায় বিচার কার্যের যন্ত্র।
অভাগা বাঙালী স্বাধীন হয়ে বারে বার শোষিত নিজের দেশে
রক্তে রঞ্জিত বাংলার রাজপথ মাঠ ঘাট ভরে থাকে পচা গলা লাশে।
যারা করেছে স্বাধীন এই বঙ্গ জননীরে ,
তারাই আজি নতুন মন্ত্রে স্বাধীন দেশ শাসিছে।
পট বদলায় পালাবদলের প্রহসনে
স্বাধীনতা ,মুক্তির চেতনা হয় প্রশ্ন বিদ্ধ ?
একাত্তরে ধর্ষিতার চিতকার আজ ভাসে বাতাসে
পথে ঘাটে পাঠশালায় কর্মস্থলে জমিনে নালা নর্দমায়
ধর্ষিতার লাশ পড়ে থাকে !
কোথায় যাবে বাংলার মানুষ?
সবাই যে ক্ষমতার লোভে স্বার্থ পর
কোন নেতাকে মোরা করিব আপন , কোন নেতাকে পর.
সুযোগ বুজে সবাই মোদের গলা টিপে ,টুটি চেপে ধরে
সবাই আজ সাধু সাজে নিজেই নিজের মতো করে।
মারা মারি হানা হানি দল বাজি ধর্ম নিয়া টানা টানি
হিংসা প্রতি হিংসা অত্যাচার প্রতিশোধ বদলার কবে হবে শেষ
প্রভু ওগো শান্ত করো জন্ম ভূমি,আমাদের বাংলাদেশ।
মৌলিক অধিকার হবে না ক্ষুন্ন ,ন্যায্য অধিকার পাবে বাংলার মানুষ
মিলে মিশে থাকবে সবাই গড়বে স্বপ্নের সোনার বাংলাদেশ।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]