পটুয়াখালী সংবাদদাতা; জেলার পৌর সভার একটি রাস্তার কাজের মজুরি বাবদ ঠিকাদারের কাছে পাওনা টাকা চাওয়ায় উল্টো সিগারেট চুরির মামলার আসামি করা হয়েছে রাজমিস্ত্রি মো. ফারুক গাজীকে।

আজ শুক্রবার (২৬ জুন ২০২০) সকালে এর প্রতিবাদে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোসা. মমতাজ বেগম।

  • লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি। তিন বছর পূর্বে মহিলা কলেজ থেকে দুই নম্বর বাঁধঘাট পযর্ন্ত দুই লেনের রাস্তাটি নির্মাণ কাজে লেবার সর্দার হিসেবে আমার স্বামী ঠিকাদার আলহাজ্ব আব্দুল জব্বার মৃধার কাছে ২ লাখ ৭৫ হাজার টাকা পাওনা রয়েছে। যা চাইতে গেলেই ঠিকাদার আমার স্বামীকে গালাগালি করে এবং হুমকি ধমকি দিয়ে আসছে।

সম্প্রতি পটুয়াখালীর পুরান বাজারের হাজী এন্ড সন্স’র সিগারেট চুরির ঘটনা। আব্দুল জব্বার মৃধা পরিচালক হিসেবে এ বিষয়ে সদর থানায় একটি চুরির মামলা করেন। সেই চুরির মামলায় উদ্যেশ্যমুলক ভাবে আমার স্বামীকে ৭ নম্বর আসামি করা হয়েছে।

  • বর্তমানে আমার স্বামী পলাতক থাকায় আমাদের সংসার এখন অচল হয়ে পরেছে এবং আমরা মানবেতর জীবন যাপন করছি। এ বিষয়ে পৌর সভার মেয়রের কাছে আবেদন করেও এর প্রতিকার না পেয়ে গত ২১ জুন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন ওই নারী।

এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।