রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হাসান ওদুদ (ওদুদ মন্ডল) আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৬২ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মত পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ফরিদ হাসান ওদুদ আনারস প্রতীকে ৪৪ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ নৌকা প্রতীকে ৩৮ হাজার ৯০৩ ভোট পেয়েছেন।
পাংশা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আঃ আলীম জানান, পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে ৬৮ কেন্দ্রে ১ লাখ ৮৬ হাজার ১২৯ ভোটের মধ্যে ৮৫ হাজার ৪১১ জন ভোটার ভোট প্রদান করেছেন।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]