Shadow

পাংশায় মসজিদের উন্নয়নকল্পে বিলে ছাড়া হল মাছের পোনা

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

নাসির উদ্দিন সাগর, নিজস্ব সংবাদদাতা;  রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মসজিদের উন্নয়ন কল্পে  মসজিদের পক্ষ থেকে বিলে মাছের পোনা ছাড়া হয়েছে।

আজ শনিবার (২৩ মে ২০২০) সকালে উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রাম সংলগ্ন বিলে বসাকুষ্টিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের পক্ষ থেকে এই মাছের পোনা ছাড়া হয়।

জানা গেছে, প্রতিবছর এই বিলে মসজিদের পক্ষ থেকে মাছের পোনা ছাড়া হয় এবং মাছ বিক্রির টাকায় মসজিদের উন্নয়নে কাজ চলে। মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সারা বছরের মাসিক সম্মানীও এই মাছ বিক্রির টাকায় দেওয়া হয়। তাছাড়া এলাকার গোরস্থানের উন্নয়নেও এই টাকা ব্যয় করা হয়।

এ বিষয়ে বসাকুষ্টিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ বাদশা মন্ডল মাছ ছাড়া প্রসঙ্গে আমাদের বাণী ডট কম’কে জানান, প্রতি বছরই বিলে মাছ ছাড়া হয় এবং সেই মাছ বিক্রি করে যে লাভ হয়, তা আমরা মসজিদের উন্নয়নে কাজে লাগাই। এছাড়াও ইমামের বেতন সহ গোরস্থানের জমি ক্রয়েও এই টাকা কাজে লাগানো হয়।

  রুমায় ৩ জন জীপ (চাঁন্দের গাড়ি) চালক অপহৃত

মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক জানান, আমরা চাই আমাদের গ্রামের মসজিদের উন্নয়ন। এই জন্যই গ্রামবাসীর সাথে আলোচনা করে, সবাইকে সাথে নিয়ে বিলে মাছ ছাড়া হলো। বিশেষ করে এই বছরের টাকা আমরা গোরস্থানের জমি ক্রয় এবং মসজিদের ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজে ব্যবহার করবো।

এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আমাদের বাণী ডট কম/২৩ মে ২০২০/ভিপিএ

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •