ডেস্ক রিপোর্ট, ঢাকা; সারাদেশে শুক্রবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৬ জন পুলিশ সদস্য। এর মধ্যে ১০ হাজার ৭৬ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সূত্র জানায়, মোট আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই আছেন ২ হাজার ৪৮৯ জন। তবে সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
সূত্রটি আরও জানায়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫৩ জন সদস্য মারা গেছেন।
এদিকে, মোট ১৩ হাজার ৮৯ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ৪ হাজার ৫৩২ জন পুলিশ সদস্য আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৭ জুলাই ২০২০) গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ আট হাজার ৭২৫ জন।
আমাদের বাণী ডট কম/১৮ জুলাই ২০২০/পিপিএম
