বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন মোবাইলে উত্তর তৈরি করে কেন্দ্রে সরবরাহের অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২১ জুন) জেলার ১২ উপজেলার মধ্যে ছয় উপজেলার ৩৭টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩১ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইল ফোনে উত্তর তৈরি করে কেন্দ্রে সরবরাহ করার সময় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃতদের প্রসিকিউশন দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।