ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনা আক্রান্তদের বাঁচাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্লাজমা দান কর্মসূচি চালু করেছে। ইতোমধ্যে জেলা পুলিশের ১০ জন সদস্য এই প্লাজমা দান করেছেন।

আজ শনিবার (২৭ জুন ২০২০) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম।

  • এসপি বলেন, ইতোমধ্যে আমরা প্লাজমা দান কার্যক্রম শুরু করেছি। দেশে পুলিশের মধ্যে আমরাই প্রথম এটি শুরু করেছি। আমাদের ইতোমধ্যে ১৪১ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই স্বেচ্ছায় মানুষের জীবন বাঁচাতে এ প্লাজমা দিচ্ছেন।

পুলিশ সুপার বলেন, এ কার্যক্রমে আমাদের পুলিশ সদস্যরা পুলিশ হাসপাতালে গিয়ে প্লাজমা দিচ্ছেন। পরে সেই প্লাজমা পুলিশসহ যখন যার জীবন বাঁচাতে প্রয়োজন হবে তাকে দেওয়া হবে। এ কার্যক্রমে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

  • নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৯৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৪১ জন সুস্থ হয়েছেন। যারা সুস্থ হচ্ছেন তাদের মধ্যে যাদের শরীরে প্লাজমা দেওয়ার মতো অবস্থা আছে তারা দিচ্ছেন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৭  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৬৯৫  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩  হাজার ৯৭৮। আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৫হাজার ১৫৭ টি যা গতদিনে ছিল ১৮ হাজার ৪৯৮ টি। যা গতদিনের তুলনায় কমে ৩৩৪১ টি নমুনা পরীক্ষা। ৫৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৯টি আর পরীক্ষা করা হয়েছে পূর্বের মিলে ১৫ হাজার ১৫৭টি। শনাক্তের হার ২৩.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩৫৮ জন। সুস্থতার হার ৪০.৫৪% এবং মৃত্যুর হার ১.২৭ শতাংশ।

আমাদের বাণী ডট কম/২৭  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।