শ্বশুরবাড়ি বেড়াতে এসে স্ত্রীর দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে জীবন গেলো সেকেন্দার আলীর (৪০)। রোববার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সেকেন্দারের স্ত্রী রেখা বেগম জানান, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ভাটিকেলোকি হারা গ্রামের তাজমহল শেখের ছেলে সেকেন্দার আলীর সাথে সাত বছর আগে তার বিয়ে হয়। রেখা বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামের মৃত জালাল মোল্যার মেয়ে।
১৫ দিন আগে সেকেন্দার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। রোববার দুপুর ১টার দিকে রেখার দুই ভাই জাকির মোল্যা (৪০) ও রবিউল মোল্যা (৩০) পারিবারিক বিষয় নিয়ে মারামারি শুরু করলে সেকেন্দার তা ঠেকাতে যান। এ সময় বাঁশের লাঠির আঘাতে আহত হন তিনি।
তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সমিত্র সরকার মৃত ঘোষণা করেন।
ডা. সমিত্র সরকার বলেন, হাসপাতালে আনার আগেই সেকেন্দারের মৃত্যু হয়।
বোয়ালমারী থানার পুলিশ পুরদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
আমাদের বাণী-/ঢাকা/এবি
[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]