ইউরো বাছাইয়ে গত ম্যাচেই রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মাঠে নেমেই, আর মাঠ ছেড়েছেন প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে।
রোববার রাতে অবশ্য কোনো রেকর্ড গড়েননি, পুরো সময় মাঠেও থাকেননি। কিন্তু ৬৫ মিনিটের মধ্যেই দুই গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে নেমে দুই ম্যাচেই দুটি করে গোল। ৩৮ বছর বয়সী রোনালদোর দেখানো পথে লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
৯ মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো, ৩১ মিনিটে আবার। এর মাঝেই ১৫ ও ১৮ মিনিটে গোল করেছেন জোয়াও ফেলিক্স ও বের্নার্দো সিলভা। দ্বিতীয়ার্ধে বদলি নামা ওতাভিও এবং রাফায়েল লিয়াও লুক্সেমবার্গের গোলের বোঝা বাড়িয়েছেন।
নতুন কোচ রবের্তো মার্তিনেস ম্যাচ শেষে রোনালদোর গুরুত্বের কথা আবার জানিয়েছেন সংবাদমাধ্যমকে, ‘ক্রিস্টিয়ানো বিশ্বেই অনন্য এক খেলোয়াড়, সবচেয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ড্রেসিংরুমে যে অভিজ্ঞতা জোগান, সেটা খুব গুরুত্বপূর্ণ।’
রোনালদোর ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচ, ১২২ গোল-দুটোই বিশ্বরেকর্ড। পর্তুগালের উদীয়মান তারকাদের বেড়ে ওঠার জন্যই ড্রেসিংরুমে রোনালদোর উপস্থিতি কাম্য মার্তিনেসের, ‘সব খেলোয়াড়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তরুণরা খেলার জন্য ব্যগ্র, ওদিকে রোনালদো, রুই পাত্রিসিও এবং বের্নার্দো সিলভা অভিজ্ঞতা জোগাচ্ছে। একটি পরিপূর্ণ ড্রেসিংরুম থাকা দরকার।’