মানিকগঞ্জের ঘিওরে চলন্তবাসে জর্ডান ফেরত এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো, স্বপ্ন পরিবহণের চালক নায়েব আলী (৪০)ও হেলপার সোহাগ(২০)। চালকের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এবং হেলপারের বাড়ি নাটেরের নলডাঙ্গায়।

শনিবার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আশরাফুল আলম জানান, জর্ডান ফেরত ওই নারী শুক্রবার সন্ধ্যায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছে। এরপর তার গ্রামের বাড়ির ঘিওরের উদ্দেশ্যে স্বপ্ন পরিবহণের একটি বাসে উঠেন। রাস্তায় সকল যাত্রী নেমে গেলে বাসের আলো বন্ধ করে দিয়ে চালক নায়েব আলী ও হেলপার সোহাগ তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার চেঁচামেচি করলে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। বাসটি দ্রুত বেগে দৌলতপুর দিকে চলে যায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং গাড়ির পেছনে ধাওয়া করেন। পরে দৌলতপুর থানা পুলিশের সহায়তায় চালক ও হেলপারকে আটক করা হয়।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।