নিজস্ব সংবাদদাতা, ঢাকাঃ অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। এ সময় তিনি আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ প্রদান করেন।
এর আগে, ১৩ জানুয়ারি অবন্তিকাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন সকালে দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল রাজধানীর ধানমন্ডি থেকে অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে।