শপথ গ্রহনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের তৃতীয় বারের নবনির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু মোড়্যাল মঞ্চে আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে নিয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্নার মাকফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকল নেতা কর্মিকে মিষ্টি মুখ করিয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ তার অফিসে প্রথম কর্মদিবস শুরু করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এমএ হান্নান মোল্যা, সহ-সভাপতি আব্দুর সাত্তার খান, সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, সাধারন সম্পাদক সামছুল আলম সূফি, যুবলীগের যুগ্ন-আহবায়ক শফিকুর রহমান তুহিন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসসহ আওয়ামীলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।